ষ্টাফ রিপোর্টার:- নির্বাচনের এক বছর পূর্ণ না হতেই সরকারের দলে থাকা চরমপন্থী গ্রুপ ইসলাম রক্ষার নামে গণজাগরণ মঞ্চের সিলেট জেলার প্রাক্তন আহ্বায়ক ফরহাদ হোসেন চৌধুরী (৪০) কে পিটিয়ে মেরে তার হাত/পা ভেঙ্গে দিয়েছে।
জানা যায় যে, শুক্রবার (২৭ ডিসেম্বর ২০১৯) রাত- ১০ ঘটিকায় চারজন লোক তাকে বাসা হতে ডেকে নিয়ে অদুরেই রড ও হাতুরি দিয়ে বেধরক মারপিট করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। তার হাত ও পা’য়ে মারাত্মক জখম হয়। তার একটি পা কেটে ফেলা হয়। বর্তমানে সে সিলেট সরকারী হাসপাতালে পঙ্গু বিভাগে চিকিৎসাধীন আছেন।
ফরহাদের আত্মীয়দের সাথে কথা বলে জানা যায় যে, ফরহাদ সম্প্রতি লন্ডন হতে দেশে বেড়াতে এসেছিলো।
Leave a Reply