লন্ডন প্রবাসী রেদওয়ানুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের বিশিষ্ট আলেম মাওলানা মামুনুল হককে জড়িয়ে আজেবাজে মন্তব্য করার অভিযোগ উঠেছে। রেদওয়ানুর রহমান বড়লেখা উপজেলা কামিলপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। ফেইসবুক পেইজে একজন স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে নিয়ে কটুক্তির বিষয়টি প্রকাশ পেলে ফুঁসে ওঠেন মাওলানা মামুনুল হকের অনুসারিা। আলেম সমাজসক সাধারণ অনুসারিরা বিক্ষুব্দ হয়ে কটুক্তিকারি রেদওয়ানুর রহমানকে হত্যার হুমকি দিয়েছে। এরমাঝে কয়েক দফা বিক্ষুব্দরা রেদওয়ানুর রহমানের বাড়িতে গিয়ে তাকে খোঁজে না পেয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে। হত্যার ঘোষণা ও বসত বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় এই প্রবাসী পরিবারের সদস্যরা উদ্বেগ-আতংকে ভোগছেন।
জানা গেছে, বড়লেখা উপজেলার কামিলপুর গ্রামের বয়ঃবৃদ্ধ আতাউর রহমানের ছেলে রেদওয়ানুর রহমান জীবিকার তাগিদে প্রবাসে বসবাস করছেন। চলিত বছরের মার্চের মাঝামাঝি সময়ে নিজ এলাকার কয়েকজন খেলাফত মজলিসের নেতাকর্মী ও সমর্থকরা রেদওয়ানুর রহমানে ফেসবুক পেইজে দেশের অন্যতম ইসলামি চিন্তাবিদ, ওয়াইজ, জাতীয় রাজনীতিবিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে নানা আজেবাজে কটুক্তিমুলক একটি পোষ্ট দেখে তারা ক্ষীপ্ত হয়ে উঠেন। বিষয়টি ঝড়ের গতিতে মাওলানা মামুনুল হকের অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও অসন্তোষ শুরু হয়। মাওলানা মামুনুল হকের স্থানীয় ও বিভিন্ন স্থানের অনুসারীরা রেদওয়ানুর রহমানকে নাস্তিক বলে তাকে হত্যার হুমকি দিয়েছে। ধর্মীয় নেতার অবমাননায় অনুসারিরা বিক্ষুব্ধ হয়ে বাড়িতে গিয়ে তার বাবাকে হুমকি দিয়েছে সে বাড়িতে পৌঁছামাত্র তাদেরকে যেন জানানো হয়। তারা জেনেছে চলিত বছরের মার্চ মাসে রেদওয়ানুর রহমান প্রবাস থেকে বাড়ি ফিরেছে। এজন্য খেলাফত মজলিসের দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি, উপজেলা সহসভাপতির নেতৃত্বে বিক্ষুব্দ নেতাকর্মী ও তৌহিদি জনতা হত্যার উদ্দেশ্যে রেদওয়ানুর রহমানের বাড়িতে এটাক করে। এসময় তাকে না পেয়ে হামলা চালায়। তারা হুংকার দিয়ে বলেছে, এই নাস্তিক দেশে আসার সাথেই তাকে হত্যা করা হবে। তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। এই দেশে কোনো নাস্তিককে জায়গা দেওয়া হবে না।
যুক্তরাজ্য প্রবাসী রেদওয়ানুর রহমানের পিতা আতাউর রহমান জানান মাওলানা মামুনুল হক ও অন্যান্য বিশিষ্ট আলিমদের বিরুদ্ধে নাকি আমার ছেলে কটুক্তি করেছে। এজন্য আলেমের অনুসারিরা তাকে হত্যার ঘোষণা দিয়েছে। এই পর্যন্ত তিন দিন তারা বাড়িতে এসে তাকে খুঁজেছে। সে বাড়ি ফিরেনি, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই বলেও তাদের বিশ্বাস করাতে পারছেন না। তাদের কাছে নাকি খবর আছে, আমার ছেলে দেশে ফিরেছে। গত ১২ মার্চ থেকে তিন দফা তারা বাড়িতে এসে হামলা চালিয়েছে। শেষবার গত বুধবার বাড়িতে না পেয়ে ঘরবাড়িতে হামলা করে তারা আমাকেও হুমকি দিয়েছে। এতে আমি ও আমার পরিবারের লোকজন মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছি।
Leave a Reply