কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজলোর শ্রীগোবন্দিপুর চা বাগানে আনুষ্ঠানকিভাবে চা পাতা চয়ন শুরু হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় বাগানের ৩ নং সেকশনে ন্যাশনাল টি কোম্পানরি পরিচালক ও শ্রীগোবিন্দপুর চা বাগানের স্বত্তাধিকারী শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু। এ মৌসুমের প্রথম ব্যক্তি মালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানে পাতা চয়নের উদ্বোধন করেন।
সাধারণত ডিসম্বরে মৌসুমের শেষে চা-গাছ ছাঁটাই বা কলমের পর নিয়মানুযায়ী দুই-তিন মাস চা-বাগানে চা-পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা-কারখানাও অলস থাকতে হয়। সেচ সুবধিা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানকিভাবে চা-পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন।
শ্রীগোবিন্দিপুর চা বাগানে নতুন পাতা চয়ন উদ্বোধন শেষে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রশান্ত কুমার সরকার জানান, বাগানে দোয়া মাহফিল এবং চা শ্রমিকদের পক্ষ থেেক গীতাপাঠসহ পূজা-অর্চনার মাধ্যমে চায়ের কচি পাতা দুহাত ভরে উত্তোলন করছেন চা শ্রমিকরা।
শ্রীগোবিন্দপুর চা বাগানের স্বত্তাধিকারী মোঃ মহসিন মিয়া মধু বলেন, আমরা চা উৎপাদনে সবচেয়ে বেশি মনোযোগি কোয়ালিিট চায়ের উপর। আমার স্টাফদের বলেছি কোয়ালিিট চা উৎপাদন নিশ্চিত করার জন্য। চায়ের মান বাড়ানোর জন্য আমরা প্লুনিং করেছি এবং চা গাছের সর্ব্বোচ্চ পরিচর্যা করিয়েছে। এজন্য এবার আমরা টার্গেট করেছি ৯ লাখ কেজি চা উৎপাদনের। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সেটা সম্ভব। তিনি আরো বলেন, মালিক এবং শ্রমিকের মধ্যে সুসর্ম্পক থাকলে একটি শিল্প অনেক এগিয়ে যায়। এতে মালিকের পাশাপাশি শ্রমিকরাও উপকৃত হন।
অপরদিকে ন্যাশনাল টি কোম্পানীর মাধবপুর চা বাগানসহ অন্যান্য চা বাগানে নতুন পাতা চয়ন শুরু হয়েছে।#
Leave a Reply