কমলগঞ্জ মডেল মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদেম নিয়োগ বাতিলের দাবীতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন কমলগঞ্জ মডেল মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদেম নিয়োগ বাতিলের দাবীতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ১৬ লাখ টাকার বৃত্তি প্রদান কুলাউড়া পৌরশহরে স্কুলছাত্রীর পর এবার যুবকের আত্মহত্যা নিটার ক্যাম্পাসে মশার উৎপাত শিক্ষার্থীদের মাঝে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক শ্রীমঙ্গলে কমিউনিটি বেসড ই-কমার্স মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি গঠন সভাপতি বুলেট ও সাধারণ সম্পাদক আইয়ুব আত্রাই উপজেলা পরিষদ মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা বড়লেখায় তালহা কালেকশনের র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ রহস্যজনক মৃত্যু- জুড়ীতে ঘরের মেঝ ও রাস্তা থেকে চা শ্রমিক দম্পতির লাশ উদ্ধার বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন- সাজু সভাপতি, সুরমান সম্পাদক ডা. পবন চন্দ্র দেবনাথের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত

কমলগঞ্জ মডেল মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদেম নিয়োগ বাতিলের দাবীতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল মসজিদে পরিচালনা কমিটি গঠন না করে এবং জমি দাতা অথবা তার প্রতিনিধিকে নিয়োগ কমিটিতে অর্ন্তভুক্ত না করে ইমাম, মুয়াজ্জিন, খাদেম নিয়োগ দান এবং উক্ত নিয়োগ বাতিল করণের দাবী জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানানো হয়েছে।

লিখিত আবেদন সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কমলগঞ্জ উপজেলাধীন কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কামারগাঁও গ্রামে কমলগঞ্জ মডেল মসজিদ নির্মিত হয়। ইতিমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় জনগণ মডেল মসজিদের জন্য জমি দান করেছেন। নির্মিত মসজিদের পূর্ব ও পশ্চিম দিকে সংযোগ সড়ক ছিল না। স্থানীয় জনগণের জমি দানের সহায়তায় সংযোগ সড়ক নির্মিত হয়েছে। কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কামারগাঁও, ৫নং ওয়ার্ডের চন্ডিপুর, ৩নং ওয়ার্ডের নছরতপুর (আংশিক) গ্রামের বাসিন্দারাই মডেল মসজিদের মূল মুসল্লী। কামারগাঁও, চন্ডিপুর, নছরতপুর (আংশিক) গ্রামের বাসিন্দার পারিবারিক কবরস্থান মডেল মসজিদের সংলগ্নে অবস্থিত।

২০২৪ সালের ৫ আগষ্ট এর পূর্বে কমলগঞ্জ মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৫ আগষ্ট এর পর নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। ঐ নিয়োগ পরীক্ষায় দাতা সদস্য উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিশেষ একটি রাজনৈতিক দলের অভিযোগে উক্ত নিয়োগ পরিক্ষা বাতিল করা হয়।

সর্বশেষ বিগত ৮ ফেব্রুয়ারি তারিখে ইমাম, মুয়াজ্জিন, খাদেম পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে বিগত ২৩ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ৩-৪ দিন পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ পরীক্ষার নিয়োগ কমিটিতে নিয়মিত মুসল্লী এবং জমি দাতা কিংবা তার প্রতিনিধি অর্ন্তভুক্ত ছিলেন না।

জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা, ২০২১ এর ৩(ক) এর ৭ এ উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটিতে সভাপতি (উপজেলা নির্বাহী অফিসার) কর্তৃক মনোনীত একজন ধর্ম প্রাণ মুসলিম ব্যক্তিত্ব (মডেল মসজিদ এলাকার স্থায়ী বাসিন্দা এবং মডেল মসজিদের নিয়মিত মুসল্লী) এবং ৩(ক) এর ১১ এ জমি দাতার ক্ষেত্রে একজন জমি দাতা অথবা তার একজন প্রতিনিধি পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হবেন। ২০২১ এর নীতিমালা মোতাবেক পৃথক কোন নিয়োগ কমিটি নেই। পরিচালনা কমিটিই নিয়োগ কমিটির কার্যক্রম সম্পন্ন করবেন। ৫ আগষ্ট এর পরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আর কোন নীতিমালা জারি করা হয় নাই। ওয়েব সাইটে কোন নীতিমালা নেই। ২০২১ এর নীতিমালা বর্তমানে বিদ্যমান আছে।

সাম্প্রতিক নিয়োগ পরীক্ষায় কমিটিতে স্থানীয় মুসল্লী সদস্য এবং জমি দাতা কিংবা তার প্রতিনিধি অর্ন্তভুক্ত না থাকায় মডেল মসজিদের ক্যাচমেন্ট এলাকার মুসল্লীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসি এই নিয়োগ মানে না।

এলাকাবাসী এই নিয়োগ বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে নীতিমালা মোতাবেক পরিচালনা ও নিয়োগ কমিটি গঠন করে নিয়োগ সম্পন্ন করার দাবিতে গত ১৮ জুন তারিখে কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মো: সোয়েব আহমদ, যুগ্ম আহবায়ক মো: সারওয়ার শোকরানা নান্নাসহ এলাকাবাসীর পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews