কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার জয়চন্ডীতে রাস্তা রক্ষার্থে মানুষের বিলাপ! নাগেশ্বরীতে ওয়ার্ল্ডভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িদের সাথে সংবেদনশীলতা সভা কুলাউড়ার এসিল্যান্ডের হস্তক্ষেপে হাসিমপুরের মসজিদের বিরোধের নিষ্পত্তি লন্ডনে শিশু লেখিকা কমলগঞ্জের জয়নাব চৌধুরী রচিত “মাই প্রাইমারি জার্নি থ্র কেইলি” গ্রন্থ প্রকাশনা উৎসব কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা কমলগঞ্জে ড. শশী ভূষণ মালী স্মৃতিস্তম্ভ উদ্বোধন কমলগঞ্জে বৃদ্ধাকে হত্যা করে লাশ ফেলা হয়েছে ছড়ায় বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেল ৬৬ জন, দাখিলে ৫, কারিগরিতে ৬ কুলাউড়ার বরমচাল ৮ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে ক্ষুব্দ বিএনপির নেতাকর্মীরা সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই—জেলা প্রশাসক

কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪জন পুরুষ ও ২জন মহিলা।তাদের বাড়ি সাতক্ষীরা ও চট্টগ্রাম জেলায়।

শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপির অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ১৯১৫ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলই চা বাগানের ভিতর এলোপাথারিভাবে ঘোরাঘুরি সময় দলই ক্যাম্পের কমান্ডার নায়েক প্রদীপ্ত চাকমার নেতৃত্বাধীন মোট পাঁচ (০৫) সদস্যের টহল দল তাদের আটক করেন।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে আটককৃতরা হচ্ছেন মো: ইয়াছিন উদ্দিন (২৫), পিতা মো: আবুল কালাম, গ্রাম: পাটিয়ালছড়ি, থানা: ফটিকছড়ি জেলা : চট্টগ্রাম, হরিমন ত্রিপুরা (৩৬), পিতা: কেসারাই ত্রিপুরা গ্রাম: বাদুর খীল, থানা: ফটিকছড়ি, জেলা: চট্টগ্রাম মো: ইব্রাহিম (৩৮), পিতা: মাহবুব আলম, গ্রাম: ইদুলপুর, থানা: ফটিকছড়ি, জেলা : চট্টগ্রাম, জানে আলম (৪৫), পিতা: মৃত দেলে মিয়া, গ্রাম: ধর্মপুর, থানা: ফটিকছড়ি, জেলা : চট্টগ্রাম, ঝর্ণা খাতুন (৪৫), পিতা: মৃত রমো: বজলুর রহমান, গ্রাম: কেরালকাতা, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা ও লিপি বেগম (৪৩), পিতা: মুজিবর গাজী, গ্রাম: কামালনগর, থানা ও জেলা: সাতক্ষীরা। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে কমলগঞ্জ থানায় হস্তান্তর করবে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী বিজিবি কর্তৃক ৬ জনকে থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচয় যাচাই বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews