বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচির আওতায় শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপি ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ সভা হাকালুকি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় পদক্ষেপের ১৮টি বৈকালিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী, কিশোর-কিশোরী, যুব ও প্রবীনরা অংশগ্রহণ করেন। উন্নয়ন মেলায় খোলা হয় বিজ্ঞান প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কুটিরশিল্পসহ পাঁচটি ষ্টল।
শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচির পক্ষ থেকে সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার ৬০টি ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপজেলা সমন্বয়কারি শ্রীনন্দন বর্মনের সভাপতিত্বে ও বৈকালিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সুতপা রানী দাসের সঞ্চালনায় পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি (প্রাথমিক) শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল ইসলাম, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সহকারি শিক্ষক স্বপন গোলদার, ইউপি সদস্য এনামুল হক, সমাজসেবক নুরুল ইসলাম, শিক্ষক পল্লব চক্রবর্তী, সাংবাদিক মস্তফা উদ্দিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন পদক্ষেপের স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস।
Leave a Reply