বড়লেখা প্রতিনিধি:
দেশের সর্ববৃহৎ মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওর সংরক্ষণের জন্য সুরক্ষা আদেশ জারির বিষয়ে জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে রোববার বিকেলে গণশুনানী অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে বক্তরা হাওরের জীববৈচিত্র রক্ষা এবং পরিবেশ সুরক্ষা করে হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। হাকালুকি হাওরের বিভিন্ন প্রজাতির মাছ, উদ্ভিদ ও প্রাণী, বিশেষ করে পাখির আবাসস্থল রক্ষার তাগিদ এছাড়াও হাকালুকির সম্ভাবনাময় পর্যটন খাতকে বিকশিত করতে পরিবেশ বান্ধব পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এই গণশুনানীর আয়োজন করে। এতে হাকালুকি হাওর বেষ্টিত বড়লেখা, কুলাউড়া ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, মৎস্য ও কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, কৃষক ও মৎস্যজীবি প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর পরিচালক (পরিকল্পনা, আইসিটি) মো. রোকন-উল- হাসান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাহিনা আক্তার, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক সৈয়দ ফয়েজুল ইসলাম, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিনুল হক, একে এম খোসরুল আমিন, নির্বাহী প্রকৌশলী তুষার আহমেদ সোহাগ, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, বড়লেখা উপজেলা নিবার্হী অফিসার গালিব চৌধুরী।
হাওর সংরক্ষণে সুরক্ষা আদেশ জারির পক্ষে মতামত প্রদান করে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জুড়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জুড়ী উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল আলম খান, কুলাউড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, বড়লেখা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, জুড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, বিএনপি নেতা বিএনপি মোস্তাকিম আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, এনজিও প্রতিনিধি তৌহিদুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply