কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা বলেছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতে পারে, তাই কোনো গুজবে প্রভাবিত না হয়ে পুলিশকে জানাতে হবে। তিনি আরও বলেন, সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থাকলেই শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব। অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিক সাহসিকতার সাথে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধপরিকর। নিরাপত্তার ব্যাপারে কখনও ছাড় দেওয়া হবে না। সবাই তৎপর থাকলে দুষ্কৃতিকারীরা কোনো ক্ষতি করতে পারবে না। এ বাংলাদেশ আপনার আমার সকলের। সবাই এ দেশের নাগরিক। সবাই সমান অধিকার ভোগ করবে। নিজেদের কখনো সংখ্যালঘু ভাববেন না। নির্ভয়ে আপনারা শারদীয় দুর্গোৎসব পালন করবেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১৪২টি সার্বজনীন ও ১১টি ব্যক্তিগত দুর্গাপুজা মন্ডপ কমিটি, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, রাজনৈতিক নেতবৃৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত শরাদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল কবিরের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক আমীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বেগম শামসুন্নাহার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক সামায়েল রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক পুষ্প কুমার কানু। অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক পিন্টু দেবনাথ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জালাল আহমদ, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতা শিপ্রাংশু পাল, সজল কৈরী, রাজু দত্ত, মন্ডপ কমিটির নেতা লিটন দত্ত, অনিরুদ্র প্রসাদ রায় চৌধুরী, বিজিত দেবনাথ, নিখিল কুমার সিংহ, দেবাশীষ মল্লিক, বিধান দেবনাথ, অজিত মালাকার, পূজা উদযাপন ফ্রন্টের নেতা সুমন দে, অপূর্ব নারায়ণ, প্রত্যুষ সিংহ প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন পূজামন্ডপের প্রতিনিধিবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার নবাগত ওসি (তদন্ত) মো: গোলাম মোস্তফা, শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো: ওবায়দুল হকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply