এইবেলা, সিলেট ::
সিলেট-১ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন অথবা সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হতে চান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। নতুবা দলকে বিদায়ী সালাম দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের সহযোগিতা থাকলে বাঘের মতো কাজ রকরা যায়। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত চলছে, চলুক। নিয়ত পরিষ্কার রেখে কাজ করলে আল্লাহ তায়ালা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি এখনো সিদ্ধান্ত নেইনি, তবে দলের চেয়ারম্যানকে জানিয়েছি নির্বাচন করলে যদি আমাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেন, তাহলে সিলেট-১ আসন দিতে হবে। আর যদি সংসদ সদস্য না দেন, তাহলে আমাকে মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা দিতে হবে। না হলে আমাকে বলতে হবে আপনাকে দিয়ে হবে না, আমি আসসালামু আলাইকুম।
সিলেট নগরের মেজরটিলা এলাকায় মঙ্গলবার এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, বিএনপি যাতে সংসদে যেতে না পারে, সরকার গঠন করতে না পারে-তার জন্য একটি বিশেষ দল ও মহল নতুন ফর্মুলা নিয়ে মাঠে কাজ করছে।
প্রতিপক্ষকে ইঙ্গিত করে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের নাম মুখে আনবেন না, নইলে আমরাও বলতে শুরু করব; কেউ ফেরেশতা না, ধোয়া তুলসীপাতা না। কে চাঁদা নেয়, কে দখলবাজ, জনগণ সব জানে। জনগণকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলদারকে প্রশ্রয় দেওয়া যাবে না।
সিলেট-ঢাকা মহাসড়ক ও রেলযোগাযোগের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করে আরিফুল হক চৌধুরী বলেন, সাইফুর রহমানের সময়ে তিন-চার ঘণ্টায় সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন লাগে ১২ থেকে ১৫ ঘণ্টা। এমন উন্নয়ন চলতে দেওয়া যায় না। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply