বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল হক সাজুর সমর্থনে পৌরশহরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণমিছিল ও সমাবেশে বড়লেখা ও জুড়ি উপজেলা বিএনপি, মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহন করেন।
গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজু বলেন, বিএনপির মনোনয়ন পাওয়াই তার মুল লক্ষ্য নয়, তার লক্ষ্য হচ্ছে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ধানের শীষকে বিজয়ী করা। বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা তোলে ধরা।

তিনি আরো বলেন, ধানের শীষের মনোনয়ন না পেলেও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে, তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার পর্যটন, যোগযোগ, শিক্ষাঙ্গণ, ক্রিড়াঙ্গণের উন্নয়ন ও গণমানুষের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কাজ করবেন।
সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান তোতাব আলী, জুড়ী উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply