বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জাতির পুনর্জাগরণের পথনির্দেশক, যা আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। দফাগুলো কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়; এটি একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এই ৩১ দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশে পরিণত হবে। যেখানে থাকবে উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের নিশ্চয়তা।
ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু সোমবার রাতে বড়লেখা পৌরশহরের একটি রেষ্টুরেন্টে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন প্রমুখ।
নাসির উদ্দিন আহমেদ মিঠু আরো বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের নামে বিগত ১৬টি বছর শুধু লুটপাটই করেছে। ধংস করেছে দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র। ফ্যাসিষ্ট সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এই আসনের হওয়া স্বত্তে¡ও মৌলভীবাজার জেলায় হাওড় ও পাহাড় কেন্দ্রিক পর্যটন বিকাশের বিশাল সম্ভাবনা স্বত্তে¡ও তিনি ও তার ছেলে এগুলো সংরক্ষণের পরিবর্তে হাওড় ও পাহাড় ধংস করেছেন। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। মিঠু বলেন, তিনি নির্বাচিত হলে এবং বিএনপিকে জনগণ রাষ্ট্র ক্ষমতায় আসীন করলে বড়লেখা ও জুড়ী উপজেলার যোগাযোগ, শিক্ষা ও কৃষি খাতকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের পাশাপাশি এখানকার হাওড় ও পাহাড়কেন্দ্রিক পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্ঠি করবেন।’
স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজের করণীয় কর্মকৌশল তুলে ধরার পাশাপাশি তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply