সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজাররে শ্রীমঙ্গলে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদশে গড়ি” শ্লোগানে চা-বাগানে বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষরে অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের ব্যতিক্রমী আয়োজন “নয়া কুঁড়ি সম্প্রীতির উৎসব”।
রোববার দিনব্যাপী উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি চা-বাগানের নাটমন্দির প্রাঙ্গণে শিক্ষার্থী তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় দি হাঙ্গার প্রজক্টে বাংলাদেশ-এর ইয়ুথ পিস অ্যাম্বাসডের গ্রুপ (ওয়াইপিএজি) শ্রীমঙ্গলের আয়োজনে উৎসব অনুষ্ঠিত হয়।
ওয়াইপিএজি শ্রীমঙ্গলের সদস্য চন্দ্রিমা গোস্বামী ও মোছাম্মৎ মরয়িম জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখনে সিলেট বিভাগীয় পিস অ্যাম্বাসডের নেটওর্য়াক (প্যান)-এর সহসমন্বয়ক ও শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর সাংবাদকি সৈয়দ ছায়েদ আহমেদ, দি হাঙ্গার প্রজক্টে বাংলাদেশ-এর সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় কো- অর্ডিনেটর নাজমুল হুদা মিনা এবং ওয়াইপিএজি-এর কো- অর্ডিনেটর চৌধুরী সিরাজাম মনিরা।
অনুষ্ঠানে উপস্থতি ছিলেন পিএফজি শ্রীমঙ্গলরে অ্যাম্বাসডের শিক্ষিকা নাফিসা তাবাসসুম ফারিয়া, সদস্য সাংবাদিক রুবেল আহমেদ, সিলেট বিভাগীয় ফিল্ড কো- অর্ডিনেটর আকলিমা চৌধুরী, স্থানীয় এনজিও সংগঠন এমসিডা’র সভাপতি সাংবাদকি মিজানুর রহমান আলম, ওয়াইপিএজি শ্রীমঙ্গলরে সদস্য নাঈম-উর-রহমান, সৈয়দ আরমান জামী ও রাজন প্রমুখ।
উৎসবে চা-বাগানের বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠীর অংশগ্রহণে নাচ, গান, ঐতহ্যিবাহী পরবিশেনা ও মিলন মেলার আয়োজন করা হয়। চা শ্রমিকদের সাতটি সম্প্রদায়রে নৃত্য পরবিশেনায় উৎসবটি রঙে-রসে ভরপুর হয়ে ওঠে। এর মধ্যে সাওরা সম্প্রদায়ের সম্বলপুরী নাচ, মুন্ডা সম্প্রদায়ের নাগপুরী নাচ এবং পাহাড়ি সম্প্রদায়ের আসামি নাচ বিশেষ আর্কষণ ছিল। অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী নৃত্যশিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।##
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply