কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীনাজারের কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা বাগানের অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের প্রথমবারের মতো বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার দুপুরে বাগান পঞ্চায়েত ও সুনছড়া সেবা সংঘের আয়োজনে চা বাগান অফিস প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর চা বাগানের ব্যবস্থাপক এ,জে,এম, রাফিউল আলম।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরীর সভাপতিত্বে ও সনজয় কৈরী ও মুকুল কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীনগর চা বাগানের পঞ্চায়েত সভাপতি জিবাধন নায়েক, সম্পাদক প্রশান্ত কৈরী, জয় কিশোন রবিদাস কিশোর।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলীনগর চা বাগানের ব্যবস্থাপক এ,জে,এম, রাফিউল আলম বলেন, আমার ৩০ বছরের চাকুরি জীবনে এমন অনুষ্ঠান দেখিনি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অবসর গ্রহণকারী চা শ্রমিকদের শান্তিময় অবসর জীবন কামনা করেন।
সভাপতির বক্তব্যে বলেন, চা শিল্প ও চা শ্রমিকদের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে আমরা এই আয়োজন করেছি।শ্রমিকদের অবদান শিল্প এবং রাষ্ট্রে আরো মূল্যায়ন হবে এমন আশা প্রকাশ করেন তিনি।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply