কমলগঞ্জে মাধবপুর চা বাগানে কাত্যায়নী পূজা সম্পন্ন কমলগঞ্জে মাধবপুর চা বাগানে কাত্যায়নী পূজা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় হাওরাঞ্চলের জীববৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা গ্রেফতার আতঙ্কে জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান মোঈদ ফারুকের দেশ ত্যাগ ওসমনীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন :: গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আত্রাইয়ে বিএনপির কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা জুড়ী সীমান্তে মাদক হস্তান্তরকালে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইলসহ যুবলীগ নেতা আটক নিটারে বিজয় নিটার গেমিং ফেস্টর ফাইনাল অনুষ্ঠিত ফুলবাড়ীতে ডাকা‌তির সময় চিনে ফেলায় যুবককে শ্বাসরোধ করে হত‍্যা কমলগঞ্জে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আসিদ আলী গ্রেফতার মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ময়ুন ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা জুড়ী ফুলতলা সীমান্তে মাদকদ্রব্যসহ যুবলীগ নেতা বিজিবি’র হাতে আটক

কমলগঞ্জে মাধবপুর চা বাগানে কাত্যায়নী পূজা সম্পন্ন

  • সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে কার্তিক মাসব্যাপী ব্রত পালন শেষে গঙ্গা স্নান, পূজার্চ্চনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চা শ্রমিকদের ২০তম কাত্যায়ানী পূজা।

এ উপলক্ষে গত সোমবার গভীর রাত থেকে বাগানের বিভিন্ন মন্দিরে নাম কীর্তন শুরু হয় এবং মঙ্গলবার ভোর রাত থেকে বিভিন্ন চা বাগানের কয়েক হাজার ভক্তরা গঙ্গা স্নান ও পূজার্চ্চনা করতে মাধবপুরের হীরামতি এলাকায় ধলাই নদীর তীরে সমবেত হয়। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গা স্নান ও পূজার্চ্চনা চলে সকাল ৮ টা পর্যন্ত ।

মঙ্গলবার সকালে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, ইউপি সদস্য কৃষ্ণলাল দেশওয়ারা, সুচিত্রা বালা নুনিয়া, মাধবপুর চা বাগানের টিলাক্লার্ক কংকন ছত্রী, পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি দেওনারায়ন পাশি প্র্রমুখ।

গঙ্গা পূজা উযয়াপন কমিটির সভাপতি শ্যামদাস পানিকা ও সাধারণ সম্পাদক প্রতাপ ভর জানান, ভগবত পুরাণ গ্রন্থের দশম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়ে কাত্যায়ানী ব্রতের উল্লেখ আছে।

এই কাহিনী অনুযায়ী ব্রজের গোপীগণ কৃষ্ণকে পতিরূপে কামনা করে সমগ্র মাঘ মাস জুড়ে এই ব্রত করেন। এই একমাস তারা মশলাবিহীন খিচুড়ি ও সিদ্ধজাত খাবার খেতেন এবং সকালে ধলাই নদীতে স্নান করে নদীর তীরে মাটির কাত্যায়ানী মূর্তি গড়ে দেবীর পূজা করা হয়। এরপরই নদীতে স্নান করে ভক্তরা বাড়ী ফিরে যান। মনোমতো স্বামী প্রার্থনায় গত এক মাস ব্যাপী উপবাস করে কাত্যায়ানী ব্রত পালন করা হয়েছে।

একমাস তাকে চন্দন, ধূপ, দ্বীপ ইত্যাদি দিয়ে পূজা করা হয়েছে। মঙ্গলবার ভোর রাত থেকে স্নান করে ভিজা কাপড়ে খোদিত কাত্যায়নীর মূতির্র সামনে চন্দন, দ্বীপ, ফল, পান, নবপত্র, মালা ও ধূপ দিয়ে পূজা করেন হাজার হাজার চা শ্রমিক ভক্তরা। পরে উপস্থিত সকল ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, ২০ বছর যাবত এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তবে এবার কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি রক্ষার জন্য সীমিত পরিসরে পালন করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews