নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া ::
ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন বাগানে শুরু হয়েছে নতুন বছরের চা পাতা উত্তোলনের কাজ। শুক্রবার সকালে মেরিনা চা-বাগানের ৭ নং সেকশনে পূজা অর্চনা ও দোয়া-দুরুদের পর ফিতা কেটে চা পাতা উত্তোলনের উদ্বোধন করেন বাগান ব্যবস্থাপক রবিউল হাসান। এছাড়াও দিলদারপুর, ক্লিভডন চা-বাগানেও নানা উৎসবের মাধ্যমে নতুন বছরের চা পাতা উত্তোলনের কার্যক্রম শুরু করা হয়েছে।
জানা যায়, মেরিনা চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি খোকা নায়েকের পরিচালনায় চা পাতা উত্তোলনপূর্বক এক আলোচনায় বক্তব্য দেন, বাগান ব্যবস্থাপক রবিউল হাসান, স্থানীয় ইউপি সদস্য মো: মনু মিয়া, নারী সদস্য সেলিনা বেগম, মন্টু ঘোষ প্রমুখ। এসময় বাগানের সহকারী ম্যানেজার, অন্যান্য স্টাফগনসহ প্রায় দুই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
সারা বছর যাতে প্রচুর পাতা পাওয়া যায় এবং আবহাওয়া অনুকুলে থাকে এই কামনায় আয়োজন করা হয় দোয়া-দুরুধ, বৃক্ষ পূজাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। পরে নতুন পাতাকে স্বাগত জানিয়ে চা শ্রমিকরা নাচে গানে মেতে উঠেন। এরপর বাগান কর্তৃপক্ষের উদ্যোগে সবাইকে মিষ্টিমূখ করানো হয় এবং নগদ বকশিস দেওয়া হয়।#
Leave a Reply