কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১১তম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১ মে) দুপুর ২টায় কমলগঞ্জস্থ হীড বাংলাদেশ এর কনফারেন্স রুমে স্বাস্থ্যবিধি মেনে কমলকুঁড়ি পরিবারের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়।
এরপর এক এক করে কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেনাথকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক মো. জুয়েল আহমেদ। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, হীড বাংলাদেশের লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী। কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন আহমেদ, কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খান প্রমুখ।
বক্তরা কমলকুঁড়ি পত্রিকার সফলতা কামনা করে বলেন, একটি ছোট মফস্বল এলাকা থেকে ১১ বছর ধরে পত্রিকাটি নিরবিচ্ছিন্নভাবে গণমানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে ইতোমধ্যে পাঠক সমাদৃত ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পত্রিকাটির তাঁর অনন্য বৈশিষ্ট্য বজায় রেখে ভবিষ্যতের পথে পথচলা অব্যাহত রাখতে সক্ষম হবে।
সভাপতির বক্তব্যে কমলকুঁড়ি পরিবারের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, কমলকুঁড়ি পত্রিকার ১২ বছরে পদাপর্নের সময় থেকে প্রতি বছর সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি সরুপ কমলগঞ্জ উপজেলার ২ জন সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হবে।#
Leave a Reply