ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের ফেঞ্চুগঞ্জ একটি হাঁসের খামারে মেছোবাঘের আক্রমনে শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। হাঁস হারিয়ে নিঃস্ব হয়েছেন খামারি। ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউপির কটালপুর দক্ষিনপাড়া গ্রামে।
বৃহস্পতিবার ২৪ জুন মধ্যরাতে কোনো এক সময় মেছো বাঘের আক্রমন করেছে বলে ধারণা করা হচ্ছে। বাঘের এই আক্রমনে ঘটনাস্থলে খামারে থাকা ৫৩০ টি হাঁসের মধ্যে প্রায় ১৩০ টির মতো হাঁস মারা যায়। বাকী হাসগুলো বাঘের আক্রমনে মারাত্মক আহত হয়েছে।
ক্ষতিগ্রস্থ হাসের খামারী ছাখন মিয়া জানান, অন্যান্য দিনের মধ্যরাতে হাঁসের খামারে খাবার দিয়ে রাতে ঘুমিয়ে পড়ি। ভোরে হাঁসকে খাবার দিতে এসে দেখি খামারে রক্তাক্ত শতাধিক হাঁস। এতে তার লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, আমি একজন ক্ষুদ্র খামারি। এই হাঁস ছিলো তার শেষ সম্বল। হাসগুলো হারিয়ে তিনি নিঃস্ব হয়েছেন। তিনি সরকারের কাছে সহযোগীতা কামনা করেন।#
Leave a Reply