এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও মৎস্য ও পশু সম্পদ উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে বেকার যুবকদের হাস-মুরগী ও গবাদি পশুর রোগ প্রতিরোধে টিকা প্রদানের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধকমুলক প্রশিক্ষনের সমাপনী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সম্পন্ন হয়েছে।
কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারঃ) ডা. গোলাম মোহাম্মদ মেহেদীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ প্রশিক্ষনার্থীদের নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের উৎসাহিত করে প্রাণী সম্পদ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধিকরনে সরকারের গৃহীত কর্মসুচীর সফল বাস্তবায়নে অগ্রনী ভুমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাইকার ইউডিএফ মোঃ মজিবুর রহমান ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী সিপন খান। সভাশেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারঃ) ডা. গোলাম মোহাম্মদ মেহেদী জানান জাইকা’র সহায়তায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সভাকক্ষে ৫ দিনব্যাপী অনুষ্টিত প্রশিক্ষণে ১৫ জন বেকার যুবক অংশগ্রহন করেন। উদ্দোগী বেকার যুবকদের প্রাণী সম্পদের টিকা প্রদানে দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধকমুলক প্রশিক্ষণ প্রদান করা হয় বলে জানান।#
Leave a Reply