শাল্লায় ২ সন্তানসহ বিষপান : মায়ের মৃত্যু শাল্লায় ২ সন্তানসহ বিষপান : মায়ের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগমের রেকর্ড বড়লেখায় আজির উদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত কুলাউড়া উপজেলায় সাহেদ রাজু ও নেহার বিজয়ী উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় ২ ঘন্টায় ভোট পড়েনি ৬ ভাগও উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় সুষ্ঠু ভোট নিয়ে ভোটারের সংশয় মুল্লুকে চলো আন্দোলন ও চা শ্রমিক গণহত্যার ১০৩ বছর : ঐতিহাসিক বীরত্বগাথা রক্তাক্ত সংগ্রামের এক মহাউপাখ্যান কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক কাল বুধবার ভোটগ্রহণ-বড়লেখায় ৬৯ ভোট কেন্দ্রের ২৯ টিই অধিক ঝুঁকিপূর্ণ কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে বেতনসহ যাবতীয় বকেয়া আদায়ের দাবীতে অবস্থান কর্মসুচি  স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন

শাল্লায় ২ সন্তানসহ বিষপান : মায়ের মৃত্যু

  • সোমবার, ৪ অক্টোবর, ২০২১
শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি ::
শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে ২ সন্তানসহ বিষপানে মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষপানে নিহত ২ সন্তানের জননীর নাম আখি আক্তার। বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের শামসুল হকের স্ত্রী। ০৪ অক্টোবর সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে নিজ বাড়িতে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শামসুল হক সকালে হাওরে মাছ ধরতে যায় । আনুমানিক ৯ টার দিকে বাড়িতে এসে দেখতে পান স্ত্রী আখিঁ আক্তারসহ তার ২ ছেলে সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া ( ৫) ঘরের ভেতর মৃত্যু যন্ত্রণায় চটপট করছে।
এসময় ছেলে সিয়াম জানান, তার মা প্রথম বিষ খায় পরে তাদেরকে ও বিষপান করিয়েছে। এশুনে শামসুল চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদেরকে শাল্লা সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সিলেট যাওয়ার পথে আখি আক্তার মারা যায়। এদিকে শামসুল ২ সন্তানকে দিরাই হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। এখন তাদের অবস্থা ভাল বলে জানান তিনি। স্থানীয়রা আরো জানান, পারিবারিক কলহের জেরেই বিষপান করেছে আখি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, বিষপানের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তবে একজনের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এছাড়া ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews