কানাইঘাটে পল্লীবিদ্যুৎ অফিসের গাফিলাতির কারণে দাদা নাতির মৃত্যু কানাইঘাটে পল্লীবিদ্যুৎ অফিসের গাফিলাতির কারণে দাদা নাতির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ মাস থেকে ১২ চা বাগানের শ্রমিকদের রেশন-বেতন বন্ধ কুলাউড়ার নবারুন আদর্শ বিদ্যাপীটের সভাপতির প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান কমলগঞ্জে অনুষ্ঠিত হলো খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে

কানাইঘাটে পল্লীবিদ্যুৎ অফিসের গাফিলাতির কারণে দাদা নাতির মৃত্যু

  • সোমবার, ৪ অক্টোবর, ২০২১

 

কানাইঘাট প্রতিনিধি ::

সিলেটের কানাইঘাট উপজেলায় পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের গাফিলাতির কারনে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেছে এক স্কুল ছাত্র ও তার নানার। ০৪ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউপির নিজ চাউরা উত্তর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত হাজী ছইদ আলীর পুত্র ফখর উদ্দিন (৫৫) ও তার নাতি নিজ চাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও কুয়েত প্রবাসী রুহুল আমিনের পুত্র আরিফুল ইসলাম (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে ঝড়বৃষ্টির কারণে বৈদ্যুতিক মেইন লাইন ছিড়ে জনৈক এমাদ উদ্দিনের ফখর উদ্দিনের বাড়ির পাশে রাস্তায় মাটিতে পড়ে যায়। সকাল ৮টার দিকে নিহত ফখর উদ্দিন তার নিজ মুঠোফোন থেকে পল্লীবিদ্যুৎ অফিসে বিদ্যুৎ লাইন ছিড়ে পড়ার বিষয়টি জানালেও পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কেউ সাড়া দেননি। এমনকি এলাকার আরো লোকজন পল্লীবিদ্যুৎ অফিসে সংবাদ দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টায় ফখর উদ্দিনের নাতি নিজ চাউরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম (১০) স্কুল থেকে ফেরার পথে নিজ বাড়ির পাশে রাস্তায় ছিড়ে থাকা বিদ্যুৎ লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনা দেখতে পেয়ে ফখর উদ্দিন নাতিকে রক্ষা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের উদ্ধার করার সময় একই গ্রামের ইন্তাজ আলীর পুত্র ফয়সল আহমদ (৩২) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ মর্মান্তিক ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করে পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় রাস্তা অবরোধ করেন উত্তেজিত জনতা।

এ সময় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, পল্লীবিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম ও কর্মকর্তা-কর্মচারীদের গাফিলাতির কারনে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিদ্যুৎ লাইন ছিড়ে পড়ার বিষয়টি সকাল থেকেই জানানো হলেও টনক নড়েনি বিদ্যুৎ অফিসের কারো। তাই জোনাল অফিসের ডিজিএম এর অপসারণ দাবী সহ সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা। ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি ও থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম একদল পুলিশ নিয়ে পল্লীবিদ্যুৎ মোড়ে গিয়ে বিক্ষোদ্ধ জনতাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তোলে নেয়। ঘটনার পর পরই পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আখতার হোসেন অফিস থেকে পালিয়ে যান। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায় নি।

থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, নিহতদের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরন করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় নিহত ফখর উদ্দিনের ভাতিজা নুর ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews