বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জাতীয় পার্টিকে (এরশাদ) তৃণমুলে গতিশীল করার দায়িত্ব পেলেন সাবেক উপজেলা আহ্বায়ক আহমেদ রিয়াজ ও সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব বাবরুল হোসেন রিয়াজ। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন শেষে আহমেদ রিয়াজকে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বাবরুল হোসেন রিয়াজকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব মো. কামাল হোসেন। শনিবার রাতে দলীয় প্যাডে আনুষ্ঠানিকভাবে তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়।
আহ্বায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান। বিশেষ অতিথি ছিলেন পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুবশ্বির আলী, সদস্য সচিব আশরাফ উদ্দিন, জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সুলতান আহমদ চৌধুরী, বড়লেখা উপজেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সোলেমান আহমদ, সদস্য সচিব আসাদ উদ্দিন হাসাদ, মীর মুজিবুর রহমান, উপজেলা মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক রোকশানা বেগম প্রমুখ।
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম জানান, আগামী এক মাসের মধ্যে উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে আহমেদ রিয়াজকে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বাবরুল হোসেন রিয়াজকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। দুই রিয়াজের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টি আগের চেয়ে আরো বেশি শক্তিশালী ও গতিশীল হবে।#
Leave a Reply