বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে নৌকার প্রার্থী দিয়েছেন। দলের সিদ্ধান্ত মানতেই হবে। এখানে অন্য চিন্তার সুযোগ নেই। গতবারের কোনো বিদ্রোহী প্রার্থীকেই এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ভুলক্রমে কোথাও দুই-একজনকে দেওয়া হলেও পরে তা পরিবর্তন করা হয়েছে।’ তিনি বিদ্রোহী হয়ে নিজেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ধ্বংস না করার আহ্বান জানান।
শুক্রবার রাতে বড়লেখায় জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের নির্বাচনি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রণয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, আব্দুল লতিফ, কৃষি ও গবেষণা সম্পাদক নিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন, সেচ্ছাসেবকলীগ সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সম্পাদক জুনেদ আহমদ, সুজানগর ইউপি আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভ্রত কুমার দাস শিমুল, বর্ণি ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, নিজবাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সম্পাদক খয়রুল আলম নুনু, উত্তর শাহবাজপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, দক্ষিণ শাহবাজপুর ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি হাজী বাবুল, সদর ইউপি আওয়ামী লীগের সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা মৎস্যজীবী লীগ সম্পাদক আব্দুল আহাদ।#
Leave a Reply