এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলা জাতীয়পার্টি, পৌর কমিটি, উপজেলা যুব সংহতি ও ছাত্রসমাজের সম্মিলিত আয়োজনে কুলাউড়া রেলওয়ে স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সাবেক সফল রাষ্ট্রপতি আলহাজ্ব হোসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ জুলাই মঙ্গলবার এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সাবেক এই মহামান্য রাষ্ট্রপতির বাংলাদেশের উন্নয়নের তার ভূমিকা, জীবন ও দর্শনের উপর আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে সাবেক এই মহামান্য রাষ্ট্রপতির জীবন ও কর্মের উপরে আলোচনা করেন জাপার কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা বারের বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট এম মাহবুবুল আলম শামীম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজির উদ্দিন, মো. মবশি্বর আলী, মুহিবুর রহমান লাল মাস্টার, শেখ আশরাফ উদ্দিন হিরো, মো. রকিব উদ্দিন, মো. জয়নাল আবেদীন খান মো. মবিছ খান, ওয়াহিদ মেম্বার, যুব সংহতির এমএ মালিক, লিটন, ছাত্রসমাজ নেতা তানজীল আহমদ প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শোকসভা শেষে মরহুম রাষ্ট্রপতির জান্নাত নছিব কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা রেলওয়ে জামে মসজিদের খতিব ও গণকিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী ও মুয়াজিন আব্দুল জলিল ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply