এইবেলা ডেক্স, কুলাউড়া ::
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মালামাল জব্দ করা হয়েছে। গত ১৬ জুলাই মধ্যরাতে নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুলাউড়া পিডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পিডিবির সহকারী প্রকৌশলী মো. মফিজ উদ্দিন খানের নেতৃত্বে পৌর শহরের মনসুর সাইনবোর্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারী মইবুর রহমানের স্থাপনায় মনসুর নিবাসী মো. ইসরাইল মিয়ার অটোরিক্সার গ্যারেজে বিদ্যুৎ সংযোগ তারে মিটার ফাঁকি দিয়ে ১৩টি অটোরিকশা চার্জ দেয়া হচ্ছিল। তাৎক্ষণিক অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে মিটার ও তার জব্দ করা হয়।
নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিনের জানান, করোনা মহামারী চলাকালীন সময়ে কতিপয় দুষ্কৃতি বিদ্যুতের মিটারে কারচুপি করে সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছেন এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। বিদ্যুৎ আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং সরকারের রাজস্ব আদায়ের জন্য এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
অভিযান পরিচালনা কালে উপসহকারী প্রকৌশলী আনসারুল কবির ও মিজানুর রহমান, লাইনম্যান খুরশেদ আলম, ফারুক আহমেদ, রুবেল আহমেদসহ বিদ্যুৎ বিভাগের কারিগরি কর্মচারীগণ অংশগ্রহণ করেন।#
Leave a Reply