স্পেন প্রতিনিধি::
স্পেনের মাদ্রিদে গত ৮ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কাউন্সিলে আয়ারল্যান্ডের জাহিদ মোমিন চৌধুরীকে সভাপতি এবং স্পেনের বকুল খানকে সাধারণ সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে সংগঠনটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে। এছাড়া একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর ইউরোপ জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। প্রশংসা কুড়িয়েছেন নেতারা।
নিম্নে সংগঠনটি উপজেলা পরিষদ ও কার্যকরি কমিটির পূর্ণাঙ্গ তালিকা দেয়া হলো: উপদেষ্টা পরিষদ: প্রধান উপদেষ্টা-মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (ইতালি) উপদেষ্টা: হাজী মো: জসিম উদ্দিন (ইতালি), সৈয়দ আশফাকুল হক(স্পেন), শাহ আলম কাজল (পর্তুগাল), মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম (ফ্রান্স), মনোয়ার ক্লার্ক (ভেনিস, ইতালি). খান লিটন (জার্মান) এবং সাইফুল ইসলাম ( আয়ারল্যান্ড)।
সভাপতি-জাহিদ মোমিন চৌধুরি (এনটিভি, আয়ারল্যান্ড), সিনিয়র সহ-সভাপতি- লাবণ্য চৌধুরী (একাত্তরটিভি ইতালি) , ফেরদৌস করিম আখন্জী (নিউজ 24 ফ্রান্স), সেলিম আলম (এনটিভি স্পেন), মাহিদুল ইসলাম সবুজ (এটিএন বাংলা আয়ারল্যান্ড), আহমেদ শাহজাহান (এনটিভি বেলজিয়াম), মহিউদ্দিন হারুন (আইঅন টিভি, বার্সেলোনা স্পেন), রুহুল আমিন (বাংলা টিভি মিলানো ইতালি), জুবের আহমেদ (নয়া দিগন্ত পর্তুগাল), সাধারণ সম্পাদক-বকুল খান (আইঅন টিভি ও ডিবিসি স্পেন), সহ-সাধারণ সম্পাদক নয়ন মামুন (এনটিভি ফ্রান্স) . নাজমুল হোসেন (এটিএন বাংলা ভেনিস ইতালি). আবুল কালাম মামুন (এনটিভি ফ্রান্স). আফজাল হোসেন রোমান (এনটিভি ইতালি). রেজাউল করিম (ডিবিসি ফ্রান্স) . শহিদুল ইসলাম রনি (এনটিভি আয়ারল্যান্ড) . রাজীব দাশ (সংবাদ প্রতিদিন মালটা) সাংগঠনিক সম্পাদক রস . সোহেল চৌধুরী (এনটিভি অস্ট্রিয়া) . মিনহাজ হোসেন (চ্যানেল এস চ্যানেল ইটালি) . জিয়াউল হক জুমন (আরটিভি স্পেন) . মিজানুর রহমান (জিটিভি ফ্রান্স) .ইকবাল হোসেন ( এনটিভি স্পেন) . জাহিদ ইসলাম (চ্যানেল এস আয়ারল্যান্ড) কোষাধ্যক্ষ-হুমায়ুন কবির (বাংলা টিভি রোম ইতালি) সহ কোষাধ্যক্ষ-আহসান হাবীব (এটিএন বাংলা মিলানো ইতালি) প্রচার সম্পাদক-রাসেল আহমেদ (বাংলা টিভি ফ্রান্স) সহপ্রচার-রুহুল আমিন ( ফ্রান্স বাংলা, ফ্রান্স) দপ্তর সম্পাদক-মোসাদ্দেক সাইফুল (বাংলাদেশ প্রতিদিন ফ্রান্স) আন্তর্জাতিক এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এএমসি (রোমেল)(মানবজমিন ফ্রান্স) মহিলা সম্পাদিকা-মেহেনাস তাব্বাসসুম শেলী (৫২ বাংলা টিভি ইতালি) তথ্য ও গবেষণা সম্পাদক- জুমানা মাহমুদ (সময় টেলিভিশন ইতালি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-সৈয়দ তানভীর শোভন (চ্যানেল এস পর্তুগাল) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান লিটন (গণকণ্ঠ স্পেন) মানবাধিকার ও সমাজ সেবা জেবুন্নেসা হারুন (সংবাদ প্রতিদিন বার্সেলোনা স্পেন) অভিবাসন ও কর্মসংস্থান,-আরশাদ সুমন (আইঅন টিভি, পর্তুগাল)।
নির্বাহী সদস্য আবু তাহির(যমুনা টিভি ফ্রান্স) , শাওন আহমেদ ( বাংলা টিভি ইতালি) . হাসান মাহমুদ (এটিএন বাংলা ইটালি) .শামসুল ইসলাম (ফ্রান্স দর্পণ ফ্রান্স) .এস এম তারিকুল হাসান আশিক(সময় টিভি, পর্তুগাল) .সৈয়দ জুয়েল (সময় টেলিভিশন আয়ারল্যান্ড) .বেলাল উদ্দিন (এনটিভি পর্তুগাল) .বেলাল হোসেন (দৈনিক জন্মভূমি ইতালি) .মাহবুব আলম প্রধান (সময় নিউজ ইতালি) .নাজমুল কবীর ( ফ্রান্স দর্পণ ফ্রান্স) .মঞ্জুর মালিক (ab24 ইতালি)।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply