এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার সীমান্ত এলাকায় আটক ২টি গরু প্রায় এক বছর পর ১০ জুন বুধবার উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। মৌলভীবাজারের বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে এ নিলাম কার্য সম্পন্ন করা হয়।
সূত্রে জানা যায়, গত বছরের অর্থাৎ ২০১৯ সালের ১৪ জুন ভারত হতে পাচারকারীরা দু’টি গরু বাংলাদেশে নিয়ে আসলে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মুরইছড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সেগুলো আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করে। এ ঘটনায় পাচারকারী লায়েক মিয়ার বিররুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে বিজিবি।
এরপর থেকে গরু দুটি কুলাউড়া থানার এসআই হারুন আল রশীদের তত্ত্বাবধানে বেসরকারি লোকজনকে দিয়ে এক বছর লালন-পালন করা হয়। মামলার বিজ্ঞ বিচারক বিশেষ ট্রাইবুন্যাল মৌলভীবাজার গরু দুটি প্রকাশ্যে নিলামের জন্য গত ৩ জুন আদেশ জারি করেন।
এরই প্রেক্ষিতে বুধবার সাড়ে ১১ টায় কুলাউড়া থানা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে গরু দুটি প্রকাশ্য নিলাম ডাক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী, এস আই হারুন আল রশীদসহ থানা পুলিশের সদস্যসহ নিলামে অংশ নেয়া ব্যক্তিরা।
নিলাম ডাকে কুলাউড়ার বিভিন্ন এলাকার ১২ জন লোক অংশগ্রহণ করলে সর্বোচ্চ ৭৬ হাজার টাকা দামে গরু দুটি ক্রয় করেন পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা মৃত আব্দুল মতিনের ছেলে সবুজ মিয়া নামের এক ব্যক্তি।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply