শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার কুলাউড়ায় পুষ্টি সপ্তাহ শুরু ফুলবাড়ীতে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অল্পের জন্য বড় দু র্ঘ ট না থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস বড়লেখায় মধ্যরাতে শ্বশুড় বাড়ি গিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ : স্বামী আটক হামজা, শমিত, ফাহামিদুলকে নিয়েই বাংলাদেশ ফুটবল দল ঘোষণা কমলগঞ্জে চৌধুরী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান উন্নয়নে শুধু সমতল নয়, চরাঞ্চলের মানুষদের নিয়ে কাজ করতে হবে-জেলা প্রশাসক  কুড়িগ্রামে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকে আটক বড়লেখায় ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

  • শনিবার, ২ জুলাই, ২০২২

মৌলভীবাজার প্রতিনিধি :: অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন, হত্যা এবং উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যকার ও শিক্ষাবিদ প্রফেসর ড. রতন সিদ্দিকীর বাসায় হামলার প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচীশিল্পীগোষ্ঠী।

শনিবার (২ জুলাই) দুপুওে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান মিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী জাতীয় পরিষদ সদস্য মিজানুর রহমান, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাসদ জেলা কমিটির আহবায়ক মইনুর রহমান মগনু, কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, জাসদ জেলা কমিটির সভাপতি ও নাট্যকার আ.স.ম সালেহ সোহেল, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী ইমন, ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ নন্দী ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ ফাহিম।

বক্তারা বলেন, দেশে বিরাজমান বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার ধর্মের অজুহাতে নির্যাতনের শিকার হচ্ছেন শিক্ষক, লেখকসহ ভিন্ন ধর্মালম্বী মানুষ। পূর্বের সকল ঘটনার সুষ্ঠ তদন্ত এবং বিচারকার্য সম্পাদন হলে এসব ঘটনার পূণরাবৃত্তি হতোনা। ধর্ম অবমাননার নামে ঘটে যাওয়া সকল সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা এবং ড. রতন সিদ্দকী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন উদীচী জেলা সংসদের সহ-সভাপতি মীর ইউসুফ আলী, জেলা সংসদের সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাশ ও সংস্কৃতি কর্মী নির্বেন্দু নির্দুত তপু।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews