এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একে এম সফি আহমদ সলমান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিআরডিবি কর্মকর্তা খোকন কুমার সাহা, এমপির প্রতিনিধি হোসেন মনসুর, উপজেলা কৃষক লীগ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, ২০২২-২৩ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য উপজেলার ২ হাজার ৫শ’ কৃষকদের মাঝে উফশী জাতের ধান বীজ ও সার বিতরণ করা হবে। জনপ্রতি কৃষককে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply