বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ১ নম্বর সাধারণ ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৭২ ভোট পেয়ে জেলা পরিষদের সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান ঘুড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৪২। অপর প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য শহীদুল আলম শিমুল ক্রিকেট ব্যাট প্রতীকে ভোট পেয়েন ৩০টি।
এদিকে বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলা এবং পৌরসভা নিয়ে গঠিত সংরক্ষিত ১ নম্বর (মহিলা) ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থীর কাছে আওয়ামী লীগ ঘরনার প্রার্থী জোবেদা ইকবাল ও রেহানা পারভীন ধরাসয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নী মাইক প্রতীক নিয়ে ১৭৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ ঘরনার রেহানা পারভীন হরিণ প্রতীকে ভোট পেয়েছেন ১৪২ এবং জোবেদা ইকবাল ফুটবল প্রতীকে ভোট পান ৯০।
Leave a Reply