বড়লেখা প্রতিনিধি :
মানবসেবায় ভিন্ন মাত্রা এবং ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করে বড়লেখাবাসীর আস্থা অর্জনকারী সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে তার মানবতার পরাকাষ্ঠা দেখালো বড়লেখার নারী শিক্ষা প্রসারের অন্যতম বিদ্যাপীঠ নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অসচ্ছল পরিবারের শিক্ষার্থী জোনাকি রাণী দাসকে সাবলম্বী করতে আত্ম-কর্মসংস্থানের সহায়ক হিসেবে একটি সেলাই মেশিন উপহার দিয়ে।
সোমবার বিকালে নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীর হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়।
বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে এর শুভাকাঙক্ষী শামীম আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন, বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র অন্যতম দাতা ও শুভাকাঙক্ষী, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, কলেজের সিনিয়র প্রভাষক এমএ হাসান, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মাসুদুর রহমান তাজ, কেছরিগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ আহমদ খাঁন প্রমূখ।
উল্লেখ্য কলেজের অধ্যক্ষ উপকারভোগী ছাত্রীর পারিবারিক অসচ্ছলতার বিষয়টি বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র নজরে দিলে সংগঠনটি আত্ম কর্মসংস্থানের সুবিধার্থে দ্রæততার সাথে সেলাই মেশিনটি প্রদানের উদ্যোগ নেয়।
Leave a Reply