কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮টায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচাজ সঞ্জয় চক্রবর্তী সাংবাদিকদের সাথে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। অপরাধ নির্মূূলে আমরা এক হয়ে কাজ করবো। এসময় সাংবাদিকরা পুলিশকে আইনশৃঙ্খলা স্থিতিশীল, অপরাধ নির্মূূলসহ নীতিগত সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মহাদেব বাচাড়, হারুনুর রশিদ প্রমুখ।
নবাগত ওসি সঞ্জয় চক্রবর্তী নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সিনিয়র সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, শাহিন আহমদ, আসহাবুজ্জামান শাওন, মোনায়েম খাঁন, আলমগীর হোসেন, সালাহ্উদ্দিন শুভ, মাঈদুল ইসলাম, শামসুর রেজা সুজন, আকাশ আহমদ প্রমুখ। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক কামরুল হাসান মারুফ, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক নির্মল এস পলাশ, যুগ্ম-সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আর কে সৌমেন, এস এম এবাদুল, আব্দুল হাই ইদ্রিছি, আব্দুল আহাদ, সাদিকুর রহমান সামু, রহুল ইসলাম হৃদয়, সজিব দেবরায়, রাকেল আনছারী, আশরাফ সিদ্দিকী পারভেজ প্রমুখ।
মতবিনিময় শেষে কমলগঞ্জের সাংবাদিকরা নবাগত ওসি’কে সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগীতা করার কথা জানান। এসময় ওসি সকলের সহযোগীতা কামনা করেন।
এদিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply