এইবেলা, বড়লেখা:
বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে সিএনআরএস’র সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় ও প্রকল্পের সমাপনী সভা রোববার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ২০২০ সালের প্রারম্ভে ৩ বছরের জন্য সূচনা কর্মসূুচি এ ইউনিয়নের অসচ্ছল মহিলা ও কিশোরীদের স্বাস্থ্য, কৃষি, পুষ্টি, আত্মকর্মসংস্থানসহ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম শুরু করে। আগামী ৩১ ডিসেম্বর সূচনা প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে।
সভায় সূচনা কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সফলতা ও সকলের সক্রিয় প্রচেষ্ঠার ফলাফল নিয়ে আলোচনা করেন সূচনার উপজেলা কো-অর্ডিনেটর মোবারক হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন সূচনার প্রকল্প সমন্বয়কারী সৌরভ কান্তি রায়।
ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের জিসিডিও অসীম চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্টিত প্রকল্প সমাপনী সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান খান, ইউপি সদস্য খছরুজ্জামান, ইমাম উদ্দিন হিফজুর, কবির আহমদ, আব্দুল হক প্রমুখ।
Leave a Reply