নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. জামিলুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ, নাজিম উদ্দিন মন্ডল, এসএম মঞ্জুরুল আলম, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, স¤্রাট হোসেন, নাজমুল হক নাদিম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনেসটাকটর ফররুখ আহম্মেদ।
মেলায় সরকারের বিভিন্ন দপ্তর, স্কুল ও কলেজ মিলে ১২টি স্টলের মাধ্যমে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির উপস্থাপন করা হয়।#
Leave a Reply