এইবেলা, কুলাউড়া ::
করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের রোগমুক্তি কামনায় ও কুলাউড়া উপজেলা যুবলীগের আজীবন সভাপতি প্রয়াত খছরুজ্জামানের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের আয়োজনে সন্ধ্যা ৭ টায় সংলাপ কার্যালয়ে এই দোয়া অনুষ্টিত হয়।
দোয়া পরিচালনা করেন গনকিয়া মাদ্রাসার সুপার, কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব আনসারী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, খছরুজ্জামানের ভাই ইণ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, অ্যাড. তাজুল ইসলাম. উপজেলা যুবলীগের সভাপতি মাে. আব্দুস শহীদ. সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু. উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আল নাহিয়ান, খছরুজ্জামানের পুত্র পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তারেক হাসান, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ খান, সাংগঠনিক সাইদুল হাসান সিপন, আওয়ামী লীগ নেতা বাছিতুজ্জামান খান ফয়ছল, যুবলীগ নেতা আব্দুল মুক্তাদির, ছাত্রলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন লিটন, কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু, মানবাধিকার কমিশনের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদুল ইসলাম লিপন, আওয়ামী লীগ নেতা মাহবুব হাসান রুবেল, আওয়ামী লীগ নেতা শেখ আবুবক্কর সেলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাকিম আহমদ, ছাত্রলীগনেতা সাইদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য মোঃ খসরুজ্জামান পচাত্তর পরবর্তি সময়ে দলের দুঃসময়ে ১৯৮৬ সালে উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বভার গ্রহন করেন। তিনি কুলাউড়া শহরে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি পালন করেন।#
Leave a Reply