এইবেলা, বড়লেখা ::
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন নার্সসহ আরও ৪জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে ১জন নারী আর বাকি ৩জন পুরুষ। তাদের বয়স ২৬ থেকে ৫৫ বছরের মধ্যে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।
জানা গেছে, ৭ জুন উপজেলা স্বাস্থ্য বিভাগ ১৫জনের নমুনা সংগ্রহ করে পরীÿার জন্য ল্যাবে পাঠিয়েছিল। তাদের মধ্যে করোনার বিভিন্ন উপসর্গ ছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের নমুনা পরীÿার প্রতিবেদন বড়লেখায় এসেছে। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন স্টাফসহ ৪জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। বাকি ১১ জনের করোনা নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ হাসপাতালের কোয়ার্টারে রয়েছেন। বাকি ৩জন তাদের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের বাড়ি উপজেলার মুছেগুল, গলøাসাঙ্গন ও সুজানগর এলাকায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস জানান, হাসপাতালের স্টাফ ছাড়া বাকি ৩জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে তারা সুস্থ রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন তাদের বাড়ি লকডাউন করেছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply