এইবেলা ডেস্ক::
ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিত্বকারী জাতীয় সামাজিক প্রতিষ্ঠান ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ)’র তৃতীয় ধাপের নবনির্বাচিত উপজেলা শাখা কমিটির চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
শুক্রবার (২৮ এপ্রিল) ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ১৬ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান টিডব্লিউএ’র চেয়ারম্যান ও ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং এমপি।
শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালন করেন ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল যোহন সাংমা। শপথ গ্রহণ শেষে নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন টিডব্লিউএ’র চেয়ারম্যান জুয়েল আরেং এমপি।
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন- হালুয়াঘাট উপজেলা শাখার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ভদ্র ম্রং, ঢাকার বাড্ডা উপজেলা শাখার সাইলেন রিছিল, ভাটায়া উপজেলা শাখার শিশির মারাক, শ্রীবর্দী উপজেলা শাখার প্রাঞ্জল এম সাংমা, ঘাটাইল উপজেলা শাখার মহানন্দ্র বর্মন, নালীতাবাড়ী উপজেলা শাখার গোপেন্দ্র নকরেক, ময়মনসিংহ সদর উপজেলা শাখার অরন্য ই চিরান, সখিপুর উপজেলা শাখার আশিষ বর্মন, বিশ্বম্ভপুর উপজেলা শাখার পিয়ুস চিরান, গোয়াইনঘাট উপজেলা শাখার ওয়েলকাম লাম্বা, জৈন্তাপুর উপজেলা শাখার ক্লেমেন চিসিম, জুড়ী উপজেলা শাখার মাইকেল নংরুম, কুলাউড়া উপজেলা শাখার পিটার রুরাম, বড়লেখা উপজেলা শাখার প্রবীণসন সুছিয়াং, চুনারুঘাট উপজেলা শাখার সামুয়েল যোসেফ ও কানাইঘাট উপজেলা শাখার চেয়ারম্যান পিযুস রেমা।
এ সময় ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান জেমস জর্নেশ চিরান, সুনিল চন্দ্র বর্মন, জয়েন্ট সেক্রেটারি সুজিত মানখিন, অসীম ম্রং, কোষাধ্যক্ষ লুইস সুপ্রভাত জেংচাম, সাংগঠনিক সেক্রেটারি বিকাশ চন্দ্র বর্মন, ফ্রান্সিস পাথাং সহ কেন্দ্রীয় ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply