রনবীর রায় রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা :: কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশক্রমে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ১হাজার ৫০পিচ টাপেন্টাডল ট্যাবলেট (মাদক) সহ নারী মাদক কারবারিকে আটক করে।
জানাযায়,০২(জুন) শুক্রবার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে ১ হাজার ৫০ পিচ ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট ইয়াবার বিকল্প (মাদক)সহ-হাতেনাতে আটক করে।আটককৃত ওই নারী মাদক কারবারি বগুড়া জেলার শিবগঞ্জ থানার লক্ষিখোলা দহপাড়া এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ সুমনা আক্তার সাথী (২৮)।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান জানান আটককৃত ওই নারী মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply