দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাইনুদ্দিন (১৫) নামক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। নিহত মাইনুদ্দিন পশ্চিম টেংরা টিলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, ২১ জুন সকালে দোয়ারাবাজার সদর পশ্চিম বাজারের সুমন স্বর্ণকারের ঘরের পিছনে সুরমাও চিলাই নদীর সংযোগ স্থলে, ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন দোয়ারাবাজার থানাকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরের মৃতদেহ উদ্ধার করে। দোয়ারাবাজার থানার এসআই আসলাম জানায় সুরমা নদীতে এক বোবা কিশোরের ভাসমান লাশ পাওয়া গেছে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
Leave a Reply