এইবেলা, কুলাউড়া ::
“না’রায়ে তাকবির আল্লাহু আকবার”, “আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো”, “সুইডেনের পণ্য বর্জন করো, বর্জন করো” এমন স্লোগান নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া শহরে এক বিক্ষোভ মিছিল করেছে উলামা পরিষদ কুলাউড়া উপজেলা শাখা। শুক্রবার (৭ জুলাই) পবিত্র জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তরবাজারস্থ জুড়ী-বড়লেখা বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিলটির সমাপ্ত হয়।
জানা যায়, ইউরোপের শান্তিপূর্ণ দেশ হিসেবে খ্যাতি পাওয়া সুইডেনের রাজধানী স্টকহোমে গত ২৮ জুন একটি মসজিদের বাইরে পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে অবমাননা করেন এক ব্যাক্তি। আর ন্যাক্কার জনক এমন ঘটনায় আবারও তীব্র ক্ষোভের মুখে পড়ে সুইডেন। বিশ্বজুড়ে শুরু হয় মহাগ্রহ্ন আল-কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কুলাউড়ায়ও বিক্ষোভ মিছিল করেছে উলামা পরিষদ।
উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, মাওলানা মতিউর রহমান, মোঃ হামিদ খান, আবদুল মুনতাজিম, মাওলানা সাইফুল ইসলাম খান, মাওলানা হাসান আলী, মাওলানা তরিকুল ইসলাম, আবদুন নূর, সাইফুল ইসলাম খান, বেলাল আহমদ চৌধুরী, জসিম উদদীন মামুন, ছাত্রনেতা মহিব উদ্দিন, জুয়েল আহমদ, ফয়সল আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
পরে উত্তরবাজারস্থ বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাওলানা মতিউর রহমান।
Leave a Reply