বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে।
ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রয়াত উদ্ভিদ বিজ্ঞানী দ্বীজেন শর্মার সহধর্মীনি সাবেক অধ্যাপক ড. দেবী শর্মা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী দে, প্রধান শিক্ষক সঞ্চিতা শর্মা প্রমুখ।
Leave a Reply