বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার গোবিন্দপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদসহ মাদক ব্যবসায়ি রাখাল দাসকে গ্রেফতার করেছে। এব্যাপারে রাতে বড়লেখা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে গ্রেফতার মাদক ব্যবসায়ি রাখাল দাসকে কারাগারে পাঠিয়েছে। সে গোবিন্দপুর গ্রামের মৃত নগেন্দ্র কুমার দাসের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মার্চ) মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন’র নেতৃত্বে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ি রাখাল চন্দ্র দাসের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় রাখাল দাসের বসতঘর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল তিনটি চটের বস্তায় ভারতীয় ৬৪ বোতল অফিসার্স চয়েজ, ২০ বোতল ম্যাডুয়েল, ১৩ বোতল ম্যাজিক মুমেন্টসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেন। এব্যাপারে সোমবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর অমর কুমার সেন বড়লেখা থানায় মামলা করেন।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, দাসেরবাজারের গোবিন্দপুর গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় মদসহ আটক রাখাল দাসকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।
Leave a Reply