বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী সুব্রত বিশ্বাস (৩৬) গত সোমবার রাত সাড়ে ন’টার দিকে নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেছেন। হঠাৎ করে তিনি ষ্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব-শংকরপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা বলরাম বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে, দুই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার দুপুরে গ্রামের সার্বজনিন শ্মশানঘাটে প্রয়াত সুব্রত বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সুব্রত বিশ্বাসের শেষকৃত্য অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ ও প্রয়াত সহকর্মীর প্রতি স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, সহকারী পরিচালক মো. ছায়েফ উদ্দিন, বড়লেখা উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম। এসময় জেলা সমাজসেবা পরিবারের বিভিন্ন ইউনিটের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শোক বার্তা
এদিকে ইউনিয়ন সমাজকর্মী সুব্রত বিশ্বাসের মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বড়লেখা উপজেলা সমাজসেবা কার্যালয়। উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় অতীব দুঃখের সাথে জানানো হয় যে, উপজেলা সমাজসেবা কার্যালয়, বড়লেখার ইউনিয়ন সমাজকর্মী সুব্রত বিশ্বাস হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ২৫/০৩/২০২৪ ইং তারিখ রোজ সোমবার আনুমানিক রাত ০৯.৩০ ঘটিকায় নিজ বাসগৃহে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে উপজেলা সমাজসেবা কার্যালয়, বড়লেখা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। সুব্রত বিশ্বাস চাকুরী জীবনে একজন কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ, কর্মঠ ও মানবিক গুণাবলী সম্পন্ন কর্মচারী হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য ও সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে সমাজসেবা পরিবারের অপূরণীয় ক্ষতি হলো। উপজেলা সমাজসেবা কার্যালয়, বড়লেখা তার অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় প্রয়াত সুব্রত বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার চিরশান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply