বড়লেখা প্রতিনিধি::
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৪ হাজার ৫শ’ ৪৭ ভোট বেশি পেয়ে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩২ হাজার ৯শ’ ১৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ পেয়েছেন ২৮ হাজার ৩শ’ ৬৯ ভোট। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের প্রাপ্ত ভোট ১৯ হাজার ৬শ’ ৩৫টি।
এদিকে চশমা প্রতীকে ২৫ হাজার ১শ’ ১৫ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জমিয়ত নেতা মাওলানা আবিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো. শামছুল ইসলামের তালা প্রতীকে ভোট পড়েছে ২৩ হাজার ৪শ’ ৬১ ভোট। বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের প্রাপ্ত ভোট ১৭ হাজার ৮শ’ ২৩। অপরদিকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু পেয়েছেন ১৫ হাজার ৫৯ ভোট।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা। প্রতীক বরাদ্দের দিন নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের টানা তৃতীয় মেয়াদের নির্বাচিত ইউপি চেয়ারম্যান। তিনি এর আগের টানা চার বারের ইউপি সদস্য। গত ৪ এপ্রিল ৩ বছর মেয়াদ থাকা কালিন ইউপি চেয়ারম্যানের পদ ইস্তফা দিয়ে তিনি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করেন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাবেক দুই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
Leave a Reply