এইবেলা ডেক্স, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি যুব সমাজের উদ্যোগে এবং নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন কুলাউড়া এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। “অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ান, নিজের প্রয়োজনে পাশে পাবেন” এমন স্লোগান নিয়ে শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামারকান্দি সাইনবোর্ড এলাকায় আয়োজিত ক্যাম্পেইনে ২৮৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কামারকান্দি যুব সমাজের আহ্বায়ক ময়নুল ইসলামের সভাপতিত্বে রক্তের গ্রুপ নির্ণয় টিমে ছিলেন, নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা, বর্তমান সভাপতি সাইদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক শিমুল কুর্মী, সনিয়র সদস্য আলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তায়েফ, প্রচার সম্পাদক রুবেল হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সদস্য হোসনা খাঁন, জান্নাতুল ইসলাম মাহী, রিয়াদুল ইসলাম, রেদওয়ান আহমদ ও আহমেদ হোসাইন জামিল।
ছাত্রলীগ নেতা সামি আহমদ মাসুম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ নং জয়চন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. খালিক মিয়া, কুলাউড়া উপজেলা আল-ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব জাকির, বরমচাল স্কুল এন্ড কলেজের শিক্ষক দেলওয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমান রাসেল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুনেদ আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সালই, যুবদল নেতা শাহীন আহমদ, জাসদ নেতা মাসুম আহমদ, সালমান আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুক্তার হোসেন মুন্না, তপু আহমদ, মোস্তাকিম আহমদ, জাহাঙ্গীর আহমদ, জুয়েল আহমদ, নজরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমদ, রুবেল, কামরুল, সামাদ, সাঈদ, তারেকসহ অনেকে। দিনব্যাপী চলমান এ কর্মসূচীতে কামারকান্দি ও আশপাশ এলাকার ২৮৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
Leave a Reply