এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ৩দিনব্যাপী কৃষিমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা জয় ১০ জুন সোমবার। ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য শফিউল চৌধুরী নাদেল।
উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিনের নেতৃত্বে এ উপলক্ষ্যে এ বর্নাঢ্য র্যালী কুলাউড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় কৃষি বিষয়ক ১০টি স্টল অংশ নেয়।
র্যালী ও স্টল পরিদর্শণ শেষে কৃষি অফিস হল রুমে এক আলোচনা সভা কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির ছাড়াও ইউনিয়ন পর্যায়ে কৃষির সাথে জড়িত ব্যক্তিবর্গ।#
Leave a Reply