এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ বন্যায় পানী বন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের লোকজন। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে এসে আশ্রয় নিয়েছেন বন্যা আশ্রয় কেন্দ্রে। এসব মানুষদের খুঁজে খুঁজে বের করে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার (খাদ্য সামগ্রী)। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার ছকাপন বাজারের আশ্রয় কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জানা যায়, শনিবার দুপুরে কাদিপুর ইউনিয়নের ছকাপন বন্যা আশ্রয় কেন্দ্রে উঠা পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।
উক্ত উপহার সামগ্রী বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি ইয়ামির আলী, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর জাকির হোসেন, শিবিরের উপজেলা সভাপতি ফয়সল আহমেদ প্রমূখ।
ঢাকা পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান জানান, গত এক সপ্তাহ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়েছে নিজ জন্মভূমি কুলাউড়া। এমন খবর পেয়েই তিনি ঢাকা ছেড়ে চলে আসেন নিজ এলাকায়। ঈদের পরদিন থেকেই বন্যা কবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এছাড়াও গত চারদিনে ভুকশিমইল, জয়চন্ডী ও কাদিপুর ইউনিয়নের ৮ টি আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের হাতে হাতে পৌঁছে দিয়েছেন জামায়াতের উপহার (খাদ্য সামগ্রী)। রোববার থেকে আরও বৃহৎ আকারে জামায়াতের উপহার সামগ্রী বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply