ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) -এ সম্প্রতি ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেলের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর ক্রয় করা হলেও বিক্রেতা প্রতিষ্ঠানের দক্ষ কর্মীর অভাবে সেটি এখনও ক্যাম্পাসে আনা কিংবা সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে নিটারের রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজার সাথে কথা বলে জানা যায়, জেনারেটরটি যেই প্রতিষ্ঠান হতে কেনা হয়েছে, সেই প্রতিষ্ঠান জেনারেটরটি নিটারে সংযোগ প্রদানের জন্য প্রয়োজনীয় দক্ষ প্রকৌশলী সরবরাহ করতে পারছে না। প্রতিষ্ঠান টিকে তাদের নিজস্ব প্রকৌশলী পাঠানোর প্রস্তাব দিলেও তাদের কারিগরি দক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা জেনারেটর স্থাপনে আরও বিলম্ব ঘটাচ্ছে।
অপরদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নানা অভিযোগে অভিযুক্ত ক্যাম্পাসে কর্মরত পূর্বের ইলেকট্রিশিয়ানকে অব্যহতি প্রদান করা হয়েছে, ফলে এমন উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি পরিচালনার জন্য ক্যাম্পাসে বর্তমানে কোনো অভ্যন্তরীণ দক্ষ জনবল নেই; নিরাপদ এবং দক্ষতার সহিত ক্রয়কৃত জেনারেটরটি চালানোর জন্য প্রশিক্ষিত ও অভিজ্ঞ লোকবল নিশ্চিত করা জরুরি।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply