এইবেলা, সিলেট ::
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে হু হু করে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাংলাদেশেও কোভিড-১৯ এর সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এই ঘাতক ভাইরাসের হাত থেকে রেহাই যাচ্ছেন না সম্মুখযোদ্ধা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকরা।
এছাড়া রাজনীতিবিদ, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ীরাও যুক্ত হচ্ছেন আক্রান্ত ও মৃত্যুর তালিকায়। এবার সেই করোনাভাইরাস কেড়ে নিল সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে।
রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান।
সিলেট এসেছে মরদেহ
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেট এসে পৌঁছেছে। অ্যাম্বুলেন্সটি বাসায় প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা।
সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে তার মরদেহ ছড়ারপাড়ের বাসভবনে এসে পৌঁছে।
অ্যাম্বুলেন্স আসার আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন স্থানীয় লোকজন ও সিলেটের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply