ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : :: সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৪টি দোকানে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭হাজার টাকা জারিমানা আদায় করা হয়েছে। আদালত পরিচালনাকালে বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে খাদ্য দ্রব্য বিক্রি না করতে সতর্ক এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখতে নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোয়ালাবাজারে ভ্রাম্যমান আদালালত পরিচালনা করেন, সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বাজার কমিটির সদস্য শাহ আলমগীর, বাজার সেক্রেটারী মনির আলী, উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা আরিফ রব্বানী, এএসআই আব্দুর রহিম।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন বলেন, বাজারে ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি করতে না পারে, সে জন্য বাজার মনিটরিং করে কয়েকটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। বাজার মনিটরিংয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। বেশি দামে খাদ্য পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply