ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ (৬ই নভেম্বর, ২০২৪) রোজ শুক্রবার হল ফেস্ট-০৫ অনুষ্ঠিত হয়।
হল ফেস্টের মূল অনুষ্ঠান শুরু বেলা ৩টায় বিটিএমএ -এর মাননীয় চেয়ারম্যান জনাব শওকত আজিজ রাসেল, বাংলাদেশ চাইনা চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব খোরশেদ আলম , নিটারের মাননীয় ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ শাহরিয়ার সবুক্তাগীন এর উপস্থিতির মধ্য দিয়ে হয়। প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন জনাব খোরশেদ আলম। তিনি তাঁর অবস্থান হতে নিটারের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করবে বলে জানান এবং তিনি আশা রাখেন নিটার বিশ্বে টেক্সটাইল জগতের শীর্ষ স্থানের একটি প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে। এরপর বিটিএমএ এর মাননীয় চেয়ারম্যান বক্তব্য উপস্থাপন করেন। তিনি সার্বিক পরিস্থিতিতে নিটার ও নিটারের শিক্ষার্থীদের পাশে আছেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে তিনি একজন আর্কিটেক্টকে সাথে করে নিটারের ভবিষ্যতের সম্ভাবনাময়ী অবস্থান জানতে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন।
এরপর উক্ত অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি, গীতিনাট্য, নাটক, মুকাভিনয় ইত্যাদি সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং পর্যায়ক্রমে ওনড ব্যান্ড এবং লালন ব্যান্ডের গানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
শিক্ষার্থীরা জানান, “হল ফেস্ট-০৫” নিটারিয়ানদের জন্য একটি আবেগের জায়গা। প্রথম ব্যাচ থেকে তেরো তম ব্যাচ পর্যন্ত সকলের জন্য এটি এক মিলনমেলা। বছরে একবার এমন একটি আয়োজনের অপেক্ষায় থাকে সকল নিটারিয়ান।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply